আন্তর্জাতিক ডেস্ক :
এককালে ব্লুমবার্গের বিলিয়নিয়ারস সূচকের শীর্ষ তিনে থাকা গৌতম আদানি বিশ্বব্যাপী ধনীদের তালিকায় ৩০ নম্বরে নেমেছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলারেরও নিচে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে ভারতীয় এ ধনকুবের সম্পদ ৩৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। তিনি তালিকার ৩০তম স্থানে অবস্থান করছেন।
এদিকে ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার ইনডেক্সে গৌতম আদানির অবস্থান ৩৭ নম্বরে আর তার মোট সম্পদ ৩৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।
অন্যদিকে আদানি ও তা প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মধ্যে ব্যবধান বাড়ছেই। বর্তমানে আদানির সম্পদের পরিমাণ আম্বানির সম্পদের প্রায় অর্ধেক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লুমবার্গের তালিকার ১০তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদ ৮১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
ফোর্বসের তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মোট সম্পদ ৮৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। তিনি এ তালিকার ৮ নম্বর স্থানে রয়েছেন। কাজেই বর্তমানে তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।
মূলত জানুয়ারিতে দুর্নীতি ও জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিনিয়োগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। এর পরেই রীতিমতো ধস নামে আদানি গ্রুপের শেয়ার দরে। ফলে এশিয়ার এককালের সবচেয়ে ধনী এ ব্যক্তির হাতছাড়া হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ।
ইন্ডিয়া টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জানুয়ারি দুই বছরের অনুসন্ধানের পর আদানি গ্রুপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে হিনডেনবার্গ রিসার্চ। তার আগে গৌতম আদানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে বসেছিলেন।