আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এদিকে ইউক্রেনজুড়ে হামলা সতর্কতা জারি করা হয়েছে। অধিবাসীদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। খবর আল জাজিরার।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলতি মাসেই এক বছর পূর্ণ হতে চলেছে। এক বছর পূর্তি উপলক্ষে রুশ সেনারা ‘বড় হামলা’ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইউক্রেনজুড়ে সাইরেন বাজতে থাকে।
এক সতর্ক বার্তায় কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সেরহি পপকো বলেন, ‘রাশিয়ার দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি সতর্ক করে বলতে চাই, সাইরেন অ্যালার্ড অগ্রাহ্য করবেন না।’
রাশিয়ার রকেট হামলার ব্যাপারে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কোও। সেই সঙ্গে দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
খবরে বলা হয়েছে, দেশজুড়ে হামলার সতর্কতা ও সাইরেন অ্যালার্টের মধ্যেই কিয়েভে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আল জাজিরার খবর অনুযায়ী, ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওই কর্মকর্তার তথ্য মতে, এসব ক্ষেপণাস্ত্র কয়েকটি শহরে গুরুত্বপূর্ণ কিছু ভবনে আঘাত হেনেছে।
এদিকে এক ইউক্রেনীয় জেনারেলের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাশিয়া দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্র দুটি মলদোভা ও রোমিয়ার আকাশসীমা পেরিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। এর আগে মাইকোলাইলের গভর্নর ভিটালি কিমও জানান, রুশ ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশসীমায় প্রবেশে করেছে।
ক্ষেপণাস্ত্রের বিষয়টি নিশ্চিত করেছে মলদোভার সরকার। তবে দুটি নয়, একটি ক্ষেপণাস্ত্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সকালে একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা পর হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।