হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট সদর ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

ফকিরহাট সদর ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক
০ মন্তব্য 97 ভিউজ

মান্না দে, ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার সকাল ১০টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরে করোনা ভাইরাসের কারণে হোল্ডিং ট্যাক্স আদায় কল্পে বিশেষ কর মেলা-২০২০ইং অনুষ্ঠিত হয়েছে। “হোকনা আমার কুড়ে ঘর’ ‘তবুও দিব অল্প কর” এই স্লোগান’ তুলে ধরে কর মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা।
ইউনিয়ন সচিব মো: মোয়াজ্জাম হোসেনের পরিচালনায় এসময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্য সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর আদায় করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন