হোম অন্যান্যসারাদেশ দাকোপের বাজুয়ায় ইউরোপিয়ান খৃষ্টান এসোসিয়েশনের সহযোগিতায় ত্রাণ বিতরণ

দাকোপের বাজুয়ায় ইউরোপিয়ান খৃষ্টান এসোসিয়েশনের সহযোগিতায় ত্রাণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

সৌরভ,মন্ডল :

ঘূর্ণিঝড় আমপান ও করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংক্রামক রোধে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী মানুষের মাঝে ক্ষতিগ্রস্ত ১০০টি অসহায় পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ অ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।

ইউরোপিয়ান প্রতিদিনের প্রার্থনা গ্রুপের অর্থায়নে ও ইউরোপিয়ান খৃষ্টান এসোসিয়েশনের সহযোগিতায় ১৩ জুন রবিবার ১২ টার দিকে দাকোপের চুনকুড়ি ব্যাপটিস্ট মিশনে এই ত্রান বিতরন কার্যক্রম পরিচালিত হয়। জুম ভিত্তিক বিশ্বজনীন প্রার্থনা পরিবারের সদস্যদের অর্থ সহায়তায় দেশ ব্যাপী চলমান খাদ্য সহায়তা কর্মসুচির অংশ হিসাবে বাজুয়ায় ১০০ টি পরিবারের কে এই সহায়তা প্রদান করা হয়।

এলাকার পক্ষে নারীনেত্রী দানকুমারী রায়, যোসিও মন্ডল, পাষ্টার কাজল সরকার( ইউকে), মার্ক রায় (ফ্রাস্ন), জোসেফ ডি কস্তা (ফ্রাস্ন), জেমস রোজারিও(ইউকে) এই ফান্ডে অর্থ সহায়তা দান করে। মার্ক রায় (frannce)ওপাষ্টার কাজল সরকার (ইউকে), যোসেফ ডি কস্তা (france) প্রার্থনা গ্রুপের পরিচালনা গ্রুপের অন্যতম সদস্য ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ১,২০০ পরিবারকে সাহায্য করেছে। পাষ্টর জেমস জিপু রয় বাংলাদেশ থেকে সরাসরি এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন।কার্যক্রমের সার্বিক সহযোগিতা করছে European Bangladesh Christian Association।

মাননীয় সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি এই এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা। ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর কো-অর্ডিনেটর এবং প্রতিদিন প্রার্থনা গ্রুপের অন্যতম সদস্য মার্ক রায়ের সাথে কথা হলে বলেন প্রবাসে এবং দেশের কিছু হৃদয়বান মানুষের অর্থনৈতিক সাহায্যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় অত্যন্ত আন্তরিকতার সহিত, ভালবাসার দান মানুষের হাতে উঠিয়ে দিচ্ছি। তিনি আরো বলেন প্রতিদিনই অসংখ্য মানুষ ফোনে কন্টাক করে তাদের খাদ্য কষ্টের কথা বলছে। আসুন আমরা ভালোবাসার মন নিয়ে, সাধ্য মত ওদের পাশে দাঁড়াই। আমরা একটু মানবিক হই।

উক্ত ত্রান বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানকুমারী রায়, সভানেত্রী-নারী বিকাশ কেন্দ্র, ইউপি সদস্য তন্দ্রা রায়, রেনুকা রায়, জেমস বিশ্বাস, রেভা: চিত্ত বিশ্বাস, উইলিয়াম সসীম রায়, রেভা: রিচার্ড বিশ্বাস, ক্যাথিকিষ্ট সুব্রত মন্ডল, পরিচালক সুদান রায় প্রমুখ
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন গৌতম সরকার কাকন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন