বাণিজ্য ডেস্ক:
রাশিয়া, কাতার এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ৪৭০ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকার সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
মাহবুব জানান, দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে মিউরেট অব পটাশ (এমওপি), ইউরিয়া সার, রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরিং ইকোমিক করপোরেশন থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার এমওপি সার ১০৬ কোটি ৫৯ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১৩৬ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৩১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকায় কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি।
এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন থেকে ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট ৯৫ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব।