জাতীয় ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সোমবার ৪টি হজ ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ১৫৫০ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ পর্যন্ত সর্বমোট ৪০ হাজার ৩২০ জন হজযাত্রীকে পবিত্র নগরী মক্কা ও মদিনায় পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ থেকে এবছর ৬১,১১১ জন সম্মানিত হজযাত্রীকে পবিত্র ভূমিতে পৌঁছে দেবে বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।
তবে বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১৩ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৫৫৪ জন। এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১৪৮টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এসব তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
সবশেষ অবস্থা ১২ জুন পর্যন্ত তথ্য: সর্বমোট হজযাত্রী ৭৬,৯৪০ জন, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯,৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬৭,৫৫৪ জন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১৭,১৪২ টি আর সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১৬,৭৪৮ টি। এ সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা ১১২,১৪৮টি; সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৫% ; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯১%। সৌদি আরবে এ পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ১১ জন হজযাত্রী। তারমধ্যে পুরুষ: ৯ ও নারী রয়েছেন ২ জন। মক্কাতেই মারা গেছেন ১১ হজযাত্রী। মদিনা ও জেদ্দায় কেউ মারা যাননি।
একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:
সরকারি হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন।
নিবন্ধিত হয়েছেন : ১০,০৭৪ জন।
বেসরকারি হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ)
নিবন্ধিত হয়েছেন : ১১০,৪১৭ জন।
হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন ২০২৩।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় ২১ মে।
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই ২০২৩। আর শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট ২০২৩ পর্যন্ত।