বাধন সরকার
মুখ্যটার নাকি বিয়ে
পড়শীদের আনন্দে তাই পড়েছে ধুম,
ধ্যানস্থ হারামজাদা পাত্র,সন্নিহিত কুলের নাই চোখে ঘুম।
সুদৃশিত ইন্ধন-সুবাস আবৃত নিমন্ত্রক কার্ড,
মুখপোড়া এবার তোর কোনো বাহানায় ফাঁকিতে হবেনা লাভ।
বিয়েতে স্বপ্রণামে,স্ববান্ধবে আপনাদের সকলের নিমন্ত্রণ।
ত্রুটি-অন্যায় ভুল বিনয়পূর্বক ক্ষমিবেন বিচক্ষণ।
বিবাহের অন্তত সপ্তকাল পূর্বে বিবাহ মঞ্চে উপস্থিত হইবেন।
অনুষ্ঠানপর্ব ও সময়সূচি জানানো হলো কাডের পৃষ্ঠদেশে,
সর্বাত্নক দশক কেঁন্দ্রস্হিত সামান্য ভোজন প্রান্ত লগ্নে।
পহিল সজ্জাদি,
মাখাতে হবে কাঁচা হলুদ, তৈল, ঘি
পরিধানে বরের নতুন বস্ত্রাদি।
কণ্ঠে পুষ্পহার চন্দনে আলর্পিত কপাল,
ঠিক যেন দৃশ্য মেলে বৃন্দাবনের রাজাধিরাজ শ্রী হাউড়ে গোপাল।
সপ্তছিদ্র রুদ্ধ স্বর্ণ অলংকারে,
চাঙ্গড় চটকানো কলা মধু ঘি আতপ চালে।
উপুড় হয়ে সাতপাঁকে ঘুরে মন্ত্রচ্চারণে বিয়ে হবে।
বড় পুরোহিত বীজমন্ত্র শেষে শান্তি বলে,শান্তিজল ছেটাবে।
আম্র বা চন্দন কাঠের বাসরঘর,
বউয়ের সঙ্গে থেকে এবার পিতা মাতা, বান্ধব করব পর।
নিমপাতা দাঁতে কেটে অগ্নিতাপে দেবে আমায় অভিযোগ অভিশাপ,
ভারী হৃদয়ে বলবে মনের মানুষের সঙ্গ পেয়ে
আমাদের করলি পর বাপ!
অন্তেষ্ট্যি পর্বে,
মাছ ভাত,চিকেন খেলাম ভালো পোলাও,
সন্তানহারা জনম দুঃখিনী মায়ের হাতের চাটনিটা
আরো ভালো।