জাতীয় ডেস্ক:
হাওড়ের ফসল রক্ষা বাঁধের সমস্যা সমাধানের স্থায়ীভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অচিরেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
তিনি বলেন, স্থায়ী বাঁধ ফ্লাড ফিউজসহ আধুনিক ঠেকসই প্রযুক্তি ব্যবহার করে হাওড়ের ফসল রক্ষা করা হবে। বাঁধ নির্মাণে কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ করা হবে। যাতে হাওড়বাসী নিরাপদে একমাত্র বোরো ফসল কেটে ঘরে তুলতে পারেন সরকার সে বিষয় নিয়ে কাজ করছে। যেসব বাঁধে ত্রুটি দেখা যাবে সেগুলো সঙ্গে সঙ্গে সংস্কার করা হবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামোড়ল হাওড় ও জামালগঞ্জ উপজেলার হালিরহাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুটি উপজেলার বিভিন্ন হাওড়ের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় কৃষক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনের সঙ্গে বাঁধের গুণগতমান নিশ্চিত করার কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।