আন্তর্জাতিক ডেস্ক :
ওমিক্রন দাপটের মধ্যেই টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন স্পেন ও কানাডার মানুষ।
এসময় টিকা বাধ্যতামূলক নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল বলেও উল্লেখ করেন প্রতিবাদকারীরা। এদিকে, ভারতে এখনো অব্যাহত আছে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা। গেল ছয় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে ভারতের দিল্লিতে। অন্যদিকে, ভিন্ন চিত্র নিউজিল্যান্ডে। করোনার বিধি মানতে নিজের বিয়ে বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।
স্পেন
বিশ্বজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন। দেশটিতে দৈনিক লাখ লাখ মানুষ করোনা রোগী শনাক্ত হওয়ার পরও রাস্তায় নামেন বার্সেলোনাবসী। রেস্টুরেন্ট, জিমসহ জনসমাগমপূর্ণ জায়গায় সরকারের দেওয়া কোভিড পাস প্রদর্শন বাধ্যতামূলকের প্রতিবাদও জানান তারা। তাদের অভিযোগ, টিকা বাধ্যতামূলকের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সরকার।
কানাডা
একই প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কানাডাতেও। বাধ্যতামূলক টিকা ও বিধিনিষেধের নিয়মের বিরুদ্ধে টরোন্টোতে শত শত মানুষ জড়ো হন। তবে ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে সতর্ক করে নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারত
এদিকে, কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না ভারতের করোনা পরিস্থিতির। গত বছরের জুন মাসের পর থেকে গেল একদিনে ভারতের দিল্লিতে করোনায় সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। আর মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কেরালায়ও ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত আছে।
এছাড়া ব্রাজিল ও জার্মানিতেও সংক্রমণ ছাড়িয়েছে এক লাখের বেশি।
নিউজিল্যান্ড
একেবারে উল্টো চিত্র নিউজিল্যান্ডে। করোনার বিধিনিষেধ মানতে নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান। সংক্রমণ ঠেকাতে পূর্ণ ডোজ গ্রহণ করা একশো জনের বেশি এক সঙ্গে জমায়েত হতে পারবেন না বলে নতুন বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার।