হোম আন্তর্জাতিক সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) জেদ্দার আল-সালাম প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং উত্তাল আঞ্চলিক প্রেক্ষাপটে কূটনৈতিক সমঝোতার অংশ বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

বৈঠকে সৌদি-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা এবং সম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান এবং এটির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথই সবচেয়ে কার্যকর সমাধান। সৌদি আরব সব সময় রাজনৈতিক সমঝোতার পক্ষে কাজ করে এসেছে।

বৈঠকে আব্বাস আরাঘচি সৌদি সরকারের অবস্থানকে সাধুবাদ জানান এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনার ক্ষেত্রে যুবরাজের ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসাও করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান।

এর আগে একই দিন মক্কায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে স্বাগত জানান। সেখানেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার নতুন পথ খোঁজা নিয়ে বৈঠক হয়।

দুই মন্ত্রীর আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, চলমান সংকট এবং অভিন্ন উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব পায়।

সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও রিয়াদের সম্পর্ক উন্নয়নের ধারায় এই বৈঠকটিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। গত বছর চীনের মধ্যস্থতায় দুই দেশ সাত বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় উচ্চ পর্যায়ের এই বৈঠকগুলোকে মধ্যপ্রাচ্যে শান্তির পথে অগ্রগতির সংকেত হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন