জাতীয় ডেস্ক:
টুরিস্ট বা ভুয়া ভিসায় গত দেড় বছরে আড়াই শতাধিক মানুষকে মধ্যপ্রাচ্য এবং সেনজেনভুক্ত (এক ভিসায় ইউরোপের ২৭ দেশ ভ্রমণ) বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠিয়েছে একটি চক্র।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর পূর্ব পাশে জাল ভিসায় বিদেশে পাঠানোর পাঁয়তারা করছিলেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে এপিবিএনের সদস্যরা ডিবি পুলিশকে খবর দেন।
পরে এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আসাদুজ্জামান ও কবিরসহ ৫ জনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশীদ।
ডিবিপ্রধান বলেন, মাত্র ১০ মিনিটেই তৈরি হচ্ছে জাল সেনজেন ভিসা। খরচ বড়জোর ৫০ টাকা। এই ভিসাই দালালের কাছ থেকে বিদেশ যেতে ইচ্ছুকরা কেনেন ১৬ থেকে ১৮ লাখ টাকায়।
তিনি বলেন, এভাবে চক্রটি প্রায় ২৫০ যাত্রীকে ভিসা দেয়। তাদের ফাঁদে পা দেয়া যাত্রীদের শেষমেশ জায়গা হচ্ছে দেশে বা বিদেশের কারাগারে।
মো. হারুন অর রশীদ জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি পাসপোর্ট, ৩টি জাল ভিসা, ৪টি এনআইডি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের স্পেশাল কার্ড, ৪টি মাস্টার/ভিসা কার্ড, ৫টি মোবাইল, ৩টি ই-টিকিট, ওয়ার্ক পারমিট ও ভিসা সংশ্লিষ্ট ৫/৬ পাতা জাল ডকুমেন্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ১৬ হাজার টাকা।।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্টেশন ম্যানেজার, সুপারভাইজারসহ আরও অনেকে জড়িত থাকতে পারে।