হোম আন্তর্জাতিক সুর পাল্টিয়ে ট্রাম্প বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের বিষয়টি পুনর্বিবেচনা করব

সুর পাল্টিয়ে ট্রাম্প বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের বিষয়টি পুনর্বিবেচনা করব

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
আবারও সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি তিনি পুনর্বিবেচনা করবেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর কয়েকদিন পর গতকাল শনিবার লাস ভেগাসে এক সমাবেশে তিনি বললেন, ‘এটা হয়তো আমরা আবার বিবেচনা করব। আমি জানি না। হয়তো করব। তার আগে কিছু বিষয় ঠিকঠাক করতে হবে।’

এর আগে করোনা মহামারি ও অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প। এরপর বলেছিলেন, ২০২৬ সালের ২২ জানুয়ারি ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে। এখন তিনি সুর পাল্টে বলছেন, বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবচেয়ে বেশি তহবিল দেয় যুক্তরাষ্ট্র। সংস্থাটির মোট অর্থায়নের প্রায় ১৮ শতাংশ সরবরাহ করে থাকে।

গতকাল লাস ভেগাসে ট্রাম্প বলেন, ডব্লিউএইচওতে চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের বেশি অর্থ প্রদানের বিষয়টি নিয়ে তিনি অসন্তুষ্ট। কারণ, চীনের জনসংখ্যা অনেক বেশি।

করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বরাবরই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। মহামারির সময় ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার উদ্যোগ নিয়েছিলেন।

পরে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করেন। যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় যুক্তরাষ্ট্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন