হোম ফিচার সুরসম্রাজ্ঞীর প্রয়াণে পাক প্রধানমন্ত্রীর শোক

বিনোদন ডেস্ক :

ভারতীয় উপমহাদেশের সুর-জগতে হলো নক্ষত্রের পতন। প্রয়াত লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুরসম্রাজ্ঞী। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার প্রয়াণে শোকের ছায়া পুরো উপমহাদেশে।

কাল সীমানার গণ্ডি পেরিয়ে অবিস্মরণীয় এই সুরের জাদুকরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাবেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার টুইটারে একটি শোকবার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ এমন এক অসাধারণ গায়িকাকে হারাল, যাকে সারা বিশ্ব চিনত। সারা পৃথিবীর মানুষ তার গান শুনে অত্যন্ত আনন্দ পেয়েছে।’

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিসহ ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ শিল্পীজগতের সব তারকা লতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। শুধু যে গুণী ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছেন তা নয়, ছোটখাটো থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার–কী নেই সে তালিকায়। তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার। মধুমতী সিনেমার ‘আজারে পরদেসি’ গানের জন্য ১৯৫৮ সালে পান শ্রেষ্ঠ সংগীতশিল্পীর পুরস্কার। তারপর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার আজীবন সম্মাননাসহ বহু পুরস্কারে অর্জন করেন তিনি। বাংলায় তার অসংখ্য জনপ্রিয় গান আছে।

২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারতরত্নে ভূষিত করা হয়েছে। এর আগে ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’-এর মতো নাগরিক সম্মানও দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি।

জাদুকরী কণ্ঠের লতা মঙ্গেশকর চেয়েছিলেন নিজের মতো করে হারিয়ে যেতে। ৯২ বছর বয়সে তিনি চলে গেলেন পার্থিব এই মায়া ছেড়ে। কিন্তু যুগ যুগ ধরে তার কণ্ঠ বেঁচে থাকবে শ্রোতার মন-মননে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন