আন্তর্জাতিক ডেস্ক:
বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল নেয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যান। সেইসঙ্গে সিরিয়ায় পাঁচ দশকের বাথ শাসনের অবসান ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে দামেস্কে প্রেসিডেন্টের প্রাসাদের ভেতরে বিদ্রোহীরা ঘোরাফেরা করছে। তারা প্রাসাদে থাকা আসাদের পরিবারের প্রতিকৃতি ভাঙচুর করেছে। আসাদের পতনে সিরিয়ার রাস্তায় উল্লাস প্রদর্শন করেছে। বিদ্রোহীরা স্বৈরশাসক আসাদের পতনের ঘোষণা দিয়ে বলেছিল, ‘আমরা দামেস্ক শহরকে স্বাধীন ঘোষণা করছি। ভোরে দামেস্কের আকাশে ফাঁকা গুলি ছুড়েছে বিদ্রোহীরা। উল্লাস প্রকাশ করে কেউ কেউ স্লোগান দিয়েছে। কেউ ট্যাঙ্কের ওপরে উঠে দিনটি উদযাপন করেছেন, কিছু মানুষকে আসাদের বাবা হাফিজের একটি ভেঙে পড়া মূর্তিকে বিকৃত করতে দেখা গেছে। ‘আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি এই মুহূর্তে বেঁচে আছি। আমরা এই দিনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। আমরা সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের স্বপ্ন দেখছি’ – অশ্রুসিক্ত দামেস্কের বাসিন্দা আমের বাথা ফোনে এএফপিকে এ কথাগুলো বলেছেন।
আসাদ পরিবারের দীর্ঘ সময়ের শাসনকে চ্যালেঞ্জ করে অভিযান শুরু করে আল কায়েদা ঘনিষ্ঠ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপ। অভিযান শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যে আসাদের পতন নিশ্চিত করলেন তারা। বিদ্রোহী দলগুলি টেলিগ্রামে জানিয়েছে- ‘বাথ শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়নের পরে..আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি।’ প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন যে, তিনি সিরিয়ার জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত।
এইচটিএস-এর মূলে রয়েছে আল-কায়েদার সিরিয়ান শাখা। পশ্চিমা সরকারগুলোর দ্বারা একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ এইচটিএস। আক্রমণ শুরু হওয়ার পর থেকে, কমপক্ষে ৮২৬ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই যোদ্ধা কিন্তু ১১১ জন বেসামরিক নাগরিকও রয়েছে। জাতিসংঘ বলেছে যে সহিংসতার জেরে ৩ লক্ষ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন যে ‘আসাদ চলে গেছে। তার রক্ষক রাশিয়া, আসাদকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না।’
আসাদ বছরের পর বছর ধরে রাশিয়া ও ইরানের সমর্থনে ছিল, যেখানে তুরস্ক ঐতিহাসিকভাবে বিরোধীদের সমর্থন করেছে। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক কলে ‘সংঘাতের রাজনৈতিক সমাধান’ করার আহ্বান জানিয়েছেন। বিসিসি