হোম অন্যান্যসাহিত্য সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত ধান, তিল ও মুগ বীজ সংরক্ষণ প্রশিক্ষণ

সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত ধান, তিল ও মুগ বীজ সংরক্ষণ প্রশিক্ষণ

কর্তৃক
০ মন্তব্য 616 ভিউজ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত ব্রাউস ধান, তিল ও মুগের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা বিনা উপকেন্দ্র ট্রেনিং হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রে বাস্তবায়নে ও রাজস্ব খ্যাতের অর্থায়ণে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিং মহাপািরচালক ডা. বীরেশ কুমার গোস্বামী।
এ সময় তিনি বলেন, ‘বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তারা এলাকাভিত্তিক মাটির কথা ভেবে কৃষির উৎপাদন ও কৃষকের অধিক ফলনের জন্য বিভিন্ন জাতের বীজ উদ্ভাবন করে যাচ্ছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র এ পর্যন্ত ১৭টি ফসলের ১০৮টি জাত উদ্ভাবন করেছে। অধিক ফসল উৎপাদনের জন্য বিনার স্বল্প জীবনকাল জাতের বীজ চাষ করছে কৃষক। বাংলাদেশ তেল ও গম উৎপাদনে সফল হলে আমদানী বন্ধ হলে দেশ আরো দ্রুত উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। টমেটো হ”্ছে ক্যান্সার প্রতিরোধক এবং ভিটামিন সি করোনা ভাইরাস প্রতিরোধক। তাই টমেটোর চাষ বৃদ্ধি করতে হবে ও ভিটামিন সি বেশি বেশি খাওয়ার আহবান জানান তিনি।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বিনা ময়মনসিং ড. মো. মন্জুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ^াস, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু প্রমুখ। গ্রীস্মকালীন মুগের উন্নত নতুন জাত। বিনা মুগ ৯, তিলের উন্নত জাত বিনা তিল-১ ও ২ এবং নাবি রোপন উপযোগি উফশী বোরো ব্রাউস ধানের জাত বিনা ধান ১৪ জাতসমূহের উপর প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কিরন্ময় সরকার, তারকনাথ বিশ^াস, সোহরাব হোসেন ও তাপষ কুমার রায় প্রমুখ।
বিনা উদ্ভাবিত ব্রাউস ধান, তিল ও মুগের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ৯০জন কৃষক ও ১০ জন উপসহকারি কৃষি কর্মকর্তা অংশ নেয়। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষি উপসহকারি ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র’র এসও সেলিম রেজা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন