হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার তালা থেকে পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ ফিরোজ সানা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জুন) বিকালে পুলিশ উপজেলা খেশরা ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ সানা বালিয়া গ্রামের শাহাজান সানার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে সোমবার বিকালে তালা উপজেলার বালিয়া গ্রামের ফিরোজ সানাকে আটক করা হয়। এরপর তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ীতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ফিরোজ সানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন