হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরের হরিনাগাড়ী দিঘি পরিচালনা কমিটি গঠন

শ্যামনগরের হরিনাগাড়ী দিঘি পরিচালনা কমিটি গঠন

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

শ্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগরের নূরনগর ইউনিয়নে ২২ গ্রামের মানুষের সুপেয় ও নিরাপদ পানির আধার হিসেবে পরিচিত হরিনাগাড়ী দিঘির পানি বিশুদ্ধ রাখতে পরিচালনা কমিটি গঠিত হয়েছে। ১৩জুন (শনিবার) হরিনাগাড়ী দিঘির পাড়ে জনসম্মূখে সকলের মতামতের ভিত্তিতে পরিচালনা কমিটি গঠিত হয়। কমিটির উপদেষ্টারা হলেন-হাবিবুর রহমান, জালাল উদ্দীন গাজী, আলহাজ্ব নজরুল ইসলাম, নিমাই মন্ডল, শিবপদ মন্ডল ও ভোলা নাথ মন্ডল,সেক্রেটারী আলমগীর হোসেন, ক্যাশিয়ার হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম , সহকারি ক্যাশিয়ার বিশ্বজিৎ রপ্তান, সদস্যরা হলেন-আবুল কাশেম, মোবারক করিম, লিটন, রেজাউল করিম, কিরণ পরা মানিক, গৌরপদ মন্ডল, নিরাঞ্জন গাইন ও পবিত্র মন্ডল। এ শক্তিশালী কমিটি দিঘিটির পানি যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে যথাযথ দায়িত্ব পালনে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন