হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় কৃষকের বাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাংচুর : আহত ১

শৈলকুপায় কৃষকের বাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাংচুর : আহত ১

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি :

আদালত কর্তৃক ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টায় ঝিনাইদহের শৈলকুপায় বাদী সেলিম শেখ নামে এক কৃষকের বাড়িতে প্রতিপক্ষরা অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাংচুর করেছে। হামলায় শাহিদা বেগম নামে এক নারী আহত হয়েছে। ঘটনাটি আজ সকালে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। এঘটনায় শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, কৃষকের বাড়ির সাথে ৩৯ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। জমির বাদী কৃষক উচ্চ আদালতে ন্যায় বিচারে মামলা করে। আদালত জমির ওপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আদালতের আইন অমান্য করে আজ সকালে প্রতিপক্ষ গ্রুপের নিজাম, মাজেদ, আজমত, আশরাফুল ও নান্নু বিশ্বাস সহ ১০/১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায় ও বাড়িঘর ভাংচুর করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সংবাদ শোনার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন