জাতীয় ডেস্ক:
তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা পান এবং তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে চান।
শহীদ মিনার থেকে টিএসসি হয়ে পদযাত্রা শাহবাগ মোড়ে পৌঁছলে পুলিশ তাদের পথ রোধ করে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন ধরণের শ্লোগান দিতে থাকেন। মূল সড়কে বেরিকেড দিয়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশকে।
প্রতিবেদন লেখার সময় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এ আর খোকন। তিনি বলেন, ২০১১ সালে সরকারি চাকরি অবসরের বয়স দুই বছর বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি এবং চাকরি শেষে চুক্তি ভিত্তিক নিয়োগ স্বাভাবিক চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তরায়।
তিনি বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনে আবেদনের বয়সসীমা ৩০ বছর হলেও জুডিশিয়াল সার্ভিস কমিশনে (বিজেএস) আবেদনের বয়সসীমা ৩২ বছর, সরকারি নার্সিং-এ ৩৫ বছর এবং বেসরকারি স্কুল-কলেজে ৩৫ বছর। দুঃখজনক হলেও সত্যি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাগুলো তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা সরকারি মানদণ্ড অনুযায়ী ৩০ বছরকেই অনুসরণ করে। বাংলাদেশের জাতীয় যুব নীতিতে ১৮-৩৫ বছর বয়সীদের যুবক বলা হলেও ৩০ বছর হলেই তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না।
তাদের অন্য দুটি দাবি হলো-চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং একই তারিখ ও সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা না নেওয়া; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা।