হোম জাতীয় লরিচাপায় ঝরল তরতাজা দুই যুবকের প্রাণ

জাতীয় ডেস্ক :

কুমিল্লায় লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার অংশের নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের মো. মোরশেদ (২২) ও আনন্দ (১৮)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, দুই আরোহী চট্টগ্রামমুখী মোটরসাইকেলে ছিল। পেছন থেকে একটি লরি তাদের মোটরচালকটি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে দুজনেই মারা যান। মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইননানুগ কার্যক্রম শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে লরিচাপায় রাজধানীর বনশ্রীতে তেলের আবু নাসের (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আবু নাসের চিটাগাং বুল নামের একটি হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মোটরসাইকেলে ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু নাসের সাভারের আমিনবাজারের মানিকনগর এলাকায় থাকতেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ীর আবু তাহেরের ছেলে।

রামপুরা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লরিচালক নুরুল ইসলাম (৪০) ও তার সহকারী ইমরান হোসেনকে (২২) আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে লরিটি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন