আন্তর্জাতিক ডেস্ক :
সুরের রানি লতা মঙ্গেশকরের মৃত্যুতে পশ্চিমবঙ্গে কাল (সোমবার, ৭ ফেব্রুয়ারি) অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। সারা ভারতের মতো শোকে বিহ্বল পশ্চিমবঙ্গের শিল্পী, রাজনীতিকসহ সাধারণ মানুষ।
সোমবার দুপুর ২টার পর থেকে সরকারি-বেসরকারি অফিস, কোর্ট-কাচারি বন্ধ থাকবে, জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।
বাংলা চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের অবদানে তার প্রতি পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় সম্মান এভাবে প্রকাশ করা হবে, সেই সঙ্গে আগামী ১৫ দিন ক্লাবে-ক্লাবে, পাড়ায়-পাড়ায় সরকারি অনুষ্ঠানে বাজবে লতার সুরেলা কণ্ঠের সংগীত।
গোটা বিশ্বের মতো রোববার সকালে সুরসম্রাজ্ঞীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকে মুহ্যমান পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী-সুশীলসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ।
অনেকেই আবার তাৎক্ষণিকভাবে মেলোডি অব কুইন্স-এর প্রতি শ্রদ্ধা জানাতে বাঁধানো ছবি বসিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, আমি যে কে তোমার, বড় শূন্য শূন্য দিন, মঙ্গল দীপ জেলে, ও আমার ময়না গো–এমন অসংখ্য বাংলা গান গেয়েছেন লতা। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার মতোর বাংলাতেই গেয়েছেন ১৮৭টি গান। যার মধ্যে প্রায় সব গানই হৃদয় ছুঁয়ে যাওয়া।
সরস্বতী পূজার পর দিন যখন দেবী বিসর্জন হয়, ঠিক সেই দিনই প্রয়াত হলেন সরস্বতীর বরকণ্যা লতা মঙ্গেশকর। অনেকেই আবেগতাড়িত হয়ে বলছেন: ‘দেবীর সঙ্গেই বিসর্জন হয়ে গেলেন আরেক গানের দেবী সরস্বতী।’