অনলাইন ডেস্ক:
দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রাণ রক্ষাকারী খাদ্যপণ্য ও পুষ্টি সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে আমেরিকা। ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ড. মুহাম্মদ ইউনূসের শীর্ষ প্রতিনিধি ড. খালিকুর রহমানের সঙ্গে দেখা করে এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আমেরকিার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সম্প্রতি মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশনার জেরে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড বাংলাদেশেও তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে। রোববার এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুযোগ সুবিধা দিতে সাধারণত বিদেশি সহায়তার ওপর নির্ভর করতে হয়। এ কার্যক্রমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সহায়তা এসেছে আমেরিকা থেকে। ফলে মার্কিন সরকার সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ায় দেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে শঙ্কা তৈরি হয়।
প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সহায়তা প্রদান বন্ধ সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ এই উদ্যোগ।