মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কুলিয়ারচরের জাফরাবাদ গ্রামের কৃষক মোঃ রুমান আলী শাহ্ এর প্রতিষ্ঠিত কৃষি খামারে সবুজ ঘাস দিয়ে তৈরি করা হয়েছে মহান বিজয় দিবসের কারুকার্যে খচিত বাংলাদেশের মানচিত্র, লাল সূর্য সহ রকমারী চিত্রকর্ম।
শুধু তাই নয়, স্বাধীনতার মাসে ঘাস, শাক দিয়ে স্বাধীনতার নানা কারুকাজ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের মাসে শহীদ মিনার সহ জাতীয় পতাকা ও বাংলাদেশের মানচিত্র তৈরি করে আসছেন কৃষি উদ্ভাবক রুমান আলী শাহ্।
রিক্ত হস্তে এক সময়ের প্রবাস ফেরত যুবক রুমান আলী শাহ্ দেশের মাটিতে নিজ ও দেশের মানুষের জন্য কৃষি খাতে কিছু একটা করে দেখানোর আত্নপ্রত্যয় নিয়ে কাজ শুরু করেছিলেন। এলাকার যুবক- যুবতী চাকুরীর পেছনে না ছুঁটে কৃষি কাজে মনোনিবেশ করলে নতুন এক সোনার বাংলা গড়া যাবে বলে মনে করেন কৃষক রোমান আলী শাহ্।
বাঙালির ত্যাগ, গৌরব ও দীপ্তময় বিজয়ের মাস এই ডিসেম্বর। তরুণ প্রজন্মের হৃদয়ে ১৬ই ডিসেম্বরকে স্বরণ করে রাখতে রুমান আলীর ১ একর ১৪ শতাংশ জমির এক প্রান্তে তৈরি করেছেন মহান বিজয় দিবসের নানা কারুকাজ সহ বাংলাদেশের মানচিত্র, রক্তিম সূর্য, ঘাসের ওপর খচিত কৃষক বাঁচলে যদি দেশ বাঁচে তবে সারের দাম কমাতে হবে, মহান বিজয় দিবস, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখা।
এর সাথে পুকুরে মাছ চাষসহ ৩২০টি কবুতর, ১২টি গরু, ৩৮টি ছাগল পালন করে যাচ্ছেন তিনি। এ ছাড়া থায়সুপার পেয়ারা গাছ, আমগাছ, আনারগাছ, কূলগাছ সহ নানা প্রজাতির গাছ তার কৃষি খামারে সুন্দর্য বৃদ্ধি করেছে। বিগত ১৯ বছর ধরে খামার পরিচালনা করে আসছেন তিনি।
কৃষক রোমান আলী শাহ্ বলেন, আমার কৃষি খামারে ঘাস ও শাক- সব্জি দিয়ে মহান বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরার চেষ্টা করি। এই চিত্র কর্ম দেখতে দূর- দূরান্ত থেকে যুবক- যুবতীরা এসে ভীড় করছে আমার কৃষি খামারে। তাদের মনে কৃষিতে নতুন কিছু করার প্রত্যয় তৈরি হচ্ছে। দেশ ও জনগণের জন্য এটাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা।