আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আরও একটি চালান পেল ভারত। সম্প্রতি আকাশ ও সমুদ্রপথে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালানটি ভারতে এসে পৌঁছেছে। ইতোমধ্যে এগুলো মোতায়েনও করা হয়েছে। ভারতের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে মস্কোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমা নেতারা। ভারতের কর্মকর্তারা বলছেন, পশ্চিমা চাপ সত্ত্বেও চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরও এস-৪০০ আনা হবে।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘কোনো ধরনের বিলম্ব ছাড়াই আমরা পর্যায়ক্রমে রাশিয়া থেকে বাকি চালানগুলো পাব।’ কয়েক দিন আগে একটি চালান পাওয়ার কথা জানান তিনি।
দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ গত মাসে বলেন, ‘ভারতে এস-৪০০ সরবরাহের ক্ষেত্রে আমরা কোনো বাধার কথা ভাবি না। এই চুক্তিটি চালিয়ে যাওয়ার যথেষ্ট প্রক্রিয়া ও পথ রয়েছে।’ পশ্চিমাদের আরোপ করা কোনো নিষেধাজ্ঞাই এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও জানান তিনি।
রাশিয়া তাদের অস্ত্রের প্রায় ৯০ শতাংশ বিক্রি করে বিশ্বের ১০ দেশে। সবচেয়ে বেশি বিক্রি করে ভারতের কাছে। ভারত গত পাঁচ বছরে রাশিয়ার অস্ত্রের ২৩ শতাংশ কেনে, যা তাদের অস্ত্র আমদানির অর্ধেক। অর্থাৎ, ভারত রাশিয়া থেকে ৪৯ দশমিক ৩ শতাংশ অস্ত্র আমদানি করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় আট সপ্তাহ ধরে অভিযান অব্যাহত রয়েছে। এতে সংঘাতে বহু মানুষ হতাহত হয়েছে। দেশ ছাড়ছেন লাখ লাখ নাগরিক। অভিযানের জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে পশ্চিমা দেশগুলো।