হোম আন্তর্জাতিক রঙের উৎসবে মাতোয়ারা ভারত

রঙের উৎসবে মাতোয়ারা ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতজুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব হোলি। দেশটির বৃহত্তম অবাঙালি হিন্দুরা হোলি উৎসব হিসেবে পালন করলেও, বাঙালি হিন্দুরা এই উৎসব দোল উৎসব বা দোল পূর্ণিমা নামেই পালন করে থাকেন। তবে যে নামেই হোক না কেন, এদিন একে অন্যকে রঙ মাখাতে মেতে উঠেছে ভারতবাসী।

হিন্দু ধর্ম মতে, এদিন ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্য গোপীদের সঙ্গে রঙ খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই মূলত দোলযাত্রার শুরু। শুধু তাই নয়, ১৪৮৬ সালে ১৮ ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করার এই তিথিকে গৌরপূর্ণিমাও বলা হয়।

সেই ধর্মীয় রীতি যদিও এখন সামাজিক উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে দেশটির বাঙালি হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ রাজ্যে এই উৎসব উদযাপনও চোখে পড়ার মতো। রঙের এই উৎসবে সামিল হন দেশের আট থেকে আশি সব বয়সের মানুষ।

দোল উৎসবে যোগ দেয়া এক তরুণী এনা সাহা বললেন, সারা বছর আমরা দোল উৎসবের দিকে তাকিয়ে থাকি। এদিন সবাই আমরা রঙিন হই। এদিন সবার মুখ এক, কারও ভিন্নতা নেই।

দক্ষিণ কলকাতার অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি কর্মকর্তা মল্লিক ব্যানার্জি। তিনিও এদিন উৎসবে যোগ দিয়েছিলেন। নাতি-নাতনি, ছেলে- ছেলের বউসহ সস্ত্রীক বাড়ির ছাদে রঙ খেলেছেন। তিনি তার অনুভূতি নিয়ে বলেন, জীবন খুবই রঙিন।

দক্ষিণ কলকাতার রাশবিহারী এলাকার সমাজসেবী ক্লাবের পক্ষ থেকে এবারও দোল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে সামিল হয়েছিলেন রাজ্যটির প্রভাবশালী মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়। অন্যকে রঙ মাখিয়ে নিজের মুখও রঙিন করেছেন তিনি।

তার ভাষায়, হোলি বা দোল সবার উৎসব। রঙের উৎসব, বসন্ত উৎসব। এই উৎসব উদযাপনে সবাই আসুক, জীবনের সব অন্ধকার দূর হোক।

জনসাধারণের পাশাপাশি রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন পাড়া, মহল্লার ক্লাবে গিয়ে রঙের উৎসবে সামিল হয়েছেন।

পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, উড়িষ্যা, আসামসহ বাঙালি অধ্যুষিত রাজ্যগুলোতেও আজ একইভাবে পালিত হচ্ছে দোল উৎসব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন