জাতীয় ডেস্ক:
প্রায় ৮১ লাখ টাকার রাজস্ব বাকি থাকায় গত ১০ দিন ধরে বন্ধ রয়েছে রংপুর সিটি করপোরেশনের (রসিক) জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
গত ১৫ অক্টোবর থেকে বন্ধ রয়েছে সার্ভারটি। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এটি সচল হয়নি।
সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে অনলাইনের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু হয় দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন রংপুরে। জন্ম ও মৃত্যুর ৫ বছর পর্যন্ত নিবন্ধন ফি ২৫ টাকা, ৫ বছর পর হতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ৫০ টাকা, জন্ম তারিখ সংশোধন ১০০ টাকায় এবং যেকোনো তথ্য সংশোধনে ৫০ টাকা রাজস্ব নির্ধারণ করে দেয় সরকার। তবে, সাধারণ মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েকগুণ বেশি টাকা নিলেও দীর্ঘদিন থেকে বকেয়া সরকারি রাজস্ব।
চলতি বছরের জানুয়ারিতে এক কোটি ১৩ লাখ টাকা রাজস্ব বকেয়ার কারণে সার্ভারটি বন্ধ করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে ৩২ লাখ টাকা জমা দিলে ফেব্রুয়ারিতে আবার সাময়িকভাবে এটি চালু করা হয়। তবে আবারও দীর্ঘদিন রাজস্ব জমা না দেয়ায় প্রায় ৮১ লাখ টাকার রাজস্ব বাকি পড়েছে। এ কারণে ১০ দিন ধরে বন্ধ নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগীরা জানান, প্রায় তিন মাস থেকে মেয়ের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ঘুরছি। এখনো সমাধান হয়নি। কিছু বললেই শুধু সার্ভার জ্যাম বলছে।
উদ্যোক্তারা বলেন, গেল তিন মাস থেকে এমনিতেই ধীরগতিতে চলছে নিবন্ধনের কাজ। তার ওপর ১০ দিন থেকে সার্ভার বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের নিবন্ধন শাখার প্রধান মো. আলী বলেন, রংপুর সিটি করপোরেশনে সরকারি বরাদ্দ কম হওয়ায় অভ্যন্তরীণ ব্যয় নির্বাহের জন্য খরচ হয়ে যায় রাজস্বের টাকা। তবে নিবন্ধন সার্ভার চালুর ব্যাপারে চেষ্টা চলছে।
তিনি বলেন, কিছু টাকা বাকি আছে, সেটা পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জন্ম নিবন্ধনে সরকারি খাতে যে টাকা কেটে নেয়া হয়, সেটা আমাদের বেতন-ভাতায় যোগ করা হয়। এ ব্যাপারে সরকার যদি কিছু করে সেটা দেখা যাবে। দরকার হলে আমাদের বেতন-ভাতা বন্ধ রেখে তা পরিশোধ করা হবে।’
এদিকে, শুধু আশ্বাস নয়, বকেয়া পরিশোধ করে দ্রুত সিটি করপোরেশনের নিবন্ধন কার্যক্রম চালু করার দাবি নগরবাসীর।