হোম অর্থ ও বাণিজ্য যুক্তরাষ্ট্রের ঋণমান ‘ঋণাত্মক’ করল মুডিস

বাণিজ্য ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণমান ‘স্থিতিশীল’ থেকে ‘ঋণাত্মক’ করেছে ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। যাকে আমেরিকার অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

শনিবার (১১ নভেম্বর) মুডিসের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঋণমান ঋণাত্মক করেছে মুডিস। মূলত যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বৃদ্ধি এবং তার ঋণ নেয়ার সক্ষমতায় ভাটা পড়ার কারণে ক্রেডিট রেটিং অবনমন হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বাইডেন প্রশাসন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড বিক্রির হিড়িক পড়ে যাওয়ায় বন্ডের সুদহার ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেও জানায় রয়টার্স। যা দেশটির অর্থনীতিতে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের ব্যয় বাড়ার পাশাপাশি রাজনৈতিক মেরুকরণ ঘটছে।

এদিকে যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন বিশ্লেষকেরা। নাটিক্সিসের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনীতিবিদ ক্রিস্টোফার হজ জানান, যুক্তরাষ্ট্রের রাজস্ব ঘাটতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। জাতীয় বাজেটের বড় একটি অংশ ব্যয় হবে সুদ পরিশোধে। এ কারণে জাতীয় ঋণ কেবল বাড়তেই থাকবে।

আর মুডিসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম ফস্টার বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০২৫ সালের আগে রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের নীতিগত পদক্ষেপ নেয়ার সম্ভাবনা খুবই কম।

এ বিষয়ে দেশটির উপ অর্থমন্ত্রী ওয়ালি আডেইমো বলেন, মার্কিন অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে। ট্রেজারি সিকিউরিটি বন্ডগুলো বিশ্বের সবচেয়ে নিরাপদ সম্পদ। মুডিস যুক্তরাষ্ট্রের ঋণমান এএএ বজায় রেখেছে। তবে ঋণমানের আভাস নেতিবাচক করার সিদ্ধান্তের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি।

এর আগে জাতীয় ঋণ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণমান কমিয়েছে আরেক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিংসও। এবার একই পথে হাঁটল মুডিসও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন