হোম খুলনাবাগেরহাট মোংলা বন্দরে বানিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক-৩, লুট হওয়া মালামাল উদ্ধার

মোংলা বন্দরে বানিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক-৩, লুট হওয়া মালামাল উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ
জসিম উদ্দিন:
মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত একটি বানিজ্যিক জাহাজে নাবিকদের  হাত পা বেঁধে জিম্মি করে মালামাল লুটের ঘটনায় ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।  উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামাল।বুধবার(২৮ মে) ভোরে অভিযান চালিয়ে ডাকাত সুমন হাওলাদারকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। এর পর তার দেয়া তথ্যমতে লুট হওয়া মালামাল খরিদকারী  সুমন হোসেনকে আটক করার পর তার গোডাউন থেকে লুট হওয়া মালামল উদ্ধার করা হয়। একই সাথে ডাকাতদের ডাকাতির কাজে সহায়তা করার দায়ে এম ভি সেজুতি নামক বানিজ্যিক জাহাজের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে আটক করা হয়।
দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন,  কোস্টগার্ড পশ্চিমজোন এর অপারেশন কর্মকর্তা লে: কমান্ডার আবরার হোসেন।তিনি জানান, প্রথমে ওই বানিজ্যিক জাহাজের চীফ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সাথে যোগসুত্র তৈরী করে ডাকাতদল। এরপর তার দেওয়া তথ্যমতে পরিকল্পনা করে ডাকাতি করে এমভি সেজুতি নামক জাহাজটিতে। কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো বলেন, মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজের কার্যক্রম স্বাভাবিকও নিরাপদ রাখতে  কোস্টগার্ড অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার পর ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করে লুট হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপরাধমুলক কর্মকান্ড রুখতে আগামীতে কোস্টগার্ড নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। তিনি জানান,উদ্ধার হওয়ামালামাল জাহাজের মালিক পক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে পাঠানো হবে জেল হাজতে।
গেল ২৬ মে ভোররাতে মোংলা বন্দর চ্যানেলে অবস্থানরত এমভি সেজুতি নামক জাহাজের নাবিকদের হাত পা বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করের মালামাল লুট করে ডাকাত দল। এর পর মালিক পক্ষ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন