আন্তর্জাতিক ডেস্ক:
মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশটিতে তৃতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করলেন স্বৈরশাসক আল সিসি। খবর আল জাজিরার।
মিশরে গত রোববার (১০ ডিসেম্বর) থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর তিন দিন ধরে চলে এই ভোটগ্রহণ। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো।
মিশরের নির্বাচন কমিশন ন্যাশনাল ইলেকশনস অথোরিটি বলেছে, মোট ভোটের ৮৯ দশমিক ৬ শতাংশই পড়েছে আল-সিসির ঝুলিতে। কমিশন আরও জানিয়েছে, তিন দিনব্যাপী নির্বাচনে ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
কমিশনের তথ্য মতে, ৩ কোটি ৯০ লাখ মিশরীয়ই আল-সিসিকে ভোট দিয়েছেন। প্রায় চার কোটি নাগরিকের ম্যান্ডেট নিয়ে আরও ছয় বছর মিশর শাসন করতে যাচ্ছেন আল-সিসি।
২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গণঅভ্যুত্থানে উৎখাত করে ক্ষমতা দখল করেন সাবেক এই সেনাপ্রধান।
আল-সিসি যে জিতবেন তা আগেই অনেকটা নিশ্চিতই ছিল। সমালোচকদের অভিযোগ, মিশরে দশক ধরে ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড় চালানোর পর আয়োজিত এ নির্বাচন ‘সাজানো’।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মিশরে অর্থনৈতিক সংকট প্রকট। বৈদেশিক মুদ্রার ঘাটতির পাশাপাশি রেকর্ড মূল্যস্ফীতির দ্বারপ্রান্তে আছে দেশটি। এর মধ্যেই আবদেল ফাত্তাহ আল সিসি আবারও ক্ষমতায় ফিরলেন। তাকে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দিতে হবে।
এছাড়া দেশটির সীমান্তবর্তী গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের যুদ্ধ চলছে। এর প্রভাব যেন মিশরে ছড়িয়ে না পড়ে, তা–ও নিশ্চিত করতে হবে সিসিকে।