মাগুরা অফিস :
‘নিয়মিত ব্যায়াম,পরিমিত আহার, সুস্থ সুন্দর জীবন তাহার’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে মিনি গোলবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির।
সুপ্রভাত বাংলাদেশ, মাগুরার সভাপতি ফারুক রেজা ঝণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও মাগুরা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক খান শফিউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পান্নু, কোষাধ্যক্ষ একেএম ওয়াহিদুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পদক এবিএম আসাদুর রহমান, প্রচার সম্পাদক বিকাশ বিশ্বাসসহ আরো অন্যরা।
টুর্নামেন্টে প্রাইম ব্যাংক উইনার্স মাগুরা, অগ্রণী ব্যাংক ওয়ারিয়র্স মাগুরা, সৌরভ হার্ডওয়ার চ্যালেঞ্জার মাগুরা, এবং সিটি টাইলস কর্নার, মাগুরা নামে ৪টি দল অংশগ্রহণ করছে। লীগ পদ্ধতির এ খেলায় প্রচুর দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের প্রথম দিনে দুটি খেলায়ই গোলশূন্য ড্র হয়।
