মাগুরা অফিস :
মাগুরায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভযাত্রা ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়ে মাগুরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহবায়ক ভবতোষ বিশ্বাস জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, জেলা ছাত্র ফ্রন্টের নেতা কেয়া বিশ্বাস ও ঐশী বিশ্বাস। এ সময় বক্তারা করোনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শিক্ষার বাণিজ্যিকরণ রোধে সরকারকে ভূমিকা রাখতে আহবান জানান।