মাগুরা অফিস :
‘গ্রামীণ যোগাযোগ, বাজার ও নিরাপত্তামূলক অবকাঠামো উন্নত প্রকল্প’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা আজ মঙ্গলবার দুপুরে মাগুরা এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলজিইডির প্রকল্প পরিচালক মমিন মজিবুল সমাজী। বক্তব্য রাখেন মাগুরা এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, ইউকেয়ার কর্মসূচির সিনিয়র সহকারি প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী জিয়াউর রহমান প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, পদ্মা সেতু তৈরি হওয়ায় বিশেষ করে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সম্ভবনার এক নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। বর্ধিষ্ণু অর্থনীতির এই প্রেক্ষাপটে মহাসড়ক প্রশস্তকরণ, কৃষিপণ্য উৎপাদন বাজার ব্যবস্থা সম্প্রসারণসহ গ্রামীণ যোগাযোগ তথা সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে সরকার ও বিশ্ব ব্যাংক ইউকেয়ার কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন করেছে। মাগুরাসহ, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলাকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে।
মূলত কৃষিপণ্য উৎপাদন, বিপণন এবং বাজারজাতকরণে প্রয়োজনীয় অবকাঠামোসহ গ্রোথ সেন্টার-গ্রামীণ হাটবাজার তদসংযোগকারি সড়ক নেটওয়ার্ক উন্নয়নের কার্যক্রম এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক বাস্তবায়িত হবে।
এ লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আলমখালী, কাটাখালি, আলোকদিয়া, শ্রীপুর উপজেলার খামারপাড়া, লাঙ্গলবাঁধ, মহম্মদপুর উপজেলার বিনোদপুর এবং শালিখা উপজেলার সিংড়া বাজারসহ মোট ৭টি বাজারকে এ উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এসব কাজে জনবল নিয়োগের পাশাপাশি ৫২৪ জন নারী শ্রমিক নিয়োগ দেয়া হবে।
s