খেলাধূলা ডেস্ক :
সবশেষ জাতীয় দলে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার ব্যর্থতার কারণে জাতীয় দলে আর সুযোগ হয়নি সৌম্য সরকারের।
চলতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও নামের প্রতি সুবিচার করতে পারছে না এই ব্যাটার। ব্যাট না হাসায় মোহামেডানের একাদশেও জায়গা হচ্ছে না সৌম্যর। এবারের আসরে ৭ ইনিংসে ৫২ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে মাত্র ১০০ রান। সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এই ওপেনারের।
তাই তো এবার নিজের ব্যাটিং নিয়ে ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমের শরণাপন্ন হয়েছেন সৌম্য। দেশের এই স্বনামধন্য ক্রিকেট বিশ্লেষকের অধীন কাজ করছেন ভুলত্রুটি নিয়ে। তবে সৌম্যর ব্যর্থতার পেছনে শট সিলেকশন আর আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন ফাহিম।
নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘অবশ্যই, সবচেয়ে বড় জিনিস আত্মবিশ্বাস। যখন আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, তখন সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয়। আমি কীভাবে খেলব, আমার খেলার ধরন কেমন হবে, বলটা জোরে মারব না আস্তে মারব–এ ধরনের কনফিউশন নিয়ে ব্যাটিং করাটা আসলে খুব কঠিন। ব্যাটিংয়ের ব্যাপারটা হচ্ছে বোলার বল করবে, আমি ব্যাটিং করব–এর বাইরে কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘যখন একজন খেলোয়াড় এমন একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখন তার মাথায় অনেক আজেবাজে চিন্তা আসে। আমার মনে হয়, ও যদি একটু রান করতে পারে, আবারও আত্মবিশ্বাস ফিরে পাবে। নেটে তার ব্যালেন্স, ব্যাটে-বলে যে ব্যাপারটা রয়েছে, সে বুঝতে পারছে কোথায় তার সমস্যা ছিল। তবে ওকে আরও কাজ করতে হবে।’
এ ছাড়া গুরু ফাহিম আরও বলেন, একটা সময় জাতীয় দলে নিয়মিতই খেলেছে সৌম্য। তবে বর্তমানে ঘরোয়া ক্রিকেটেও বাদ পড়ায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে। তবে ফাহিম বলছেন কী কারণে সৌম্য বাদ পড়েছেন, তা নিজেই উপলব্ধি করতে পেরেছেন।