রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
শনিবার রাতে মনিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে। আটকরা হলেন থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াদুদুর রহমান, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও হরিহরনগর ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন।
মনিরামপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ইউনিয়ন ভিত্তিক পদযাত্রা কর্মসূচি পালনের পর উপজেলার বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ আটক অভিযান চালিয়েছে।
গত বুধবার থানা পুলিশ ৪১ নেতা-কর্মীসহ অজ্ঞাত অনেককে আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা করেছে, যার মামলা নং- ১২। পুলিশ বিএনপির নিরীহ নেতা-কর্মীদের আটকের পর বিস্ফোরক আইনে দায়ের করা ওই মামলায় আটক দেখাচ্ছেন।
পুলিশের মামলার পর অধিকাংশ দিন রাতে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান চালাচ্ছেন। যে কারণে বিএনপি নেতা-কর্মীরা গ্রেফতার এড়াতে সন্ধ্যা নামলেই ঘর ছাড়া হচ্ছেন নেতাকর্মীরা। আটকের বিষয়টি মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার যশোরে বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচীতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সদস্য আলহাজ¦ মোঃ মুছা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, জি.এম মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ^াস, থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাহ হুসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাহ গাজী, সদস্য হুমায়ুন কবির, থানা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা।