হোম রাজনীতি মণিরামপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য শতাধিক চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়নে মাঠে ময়দানে

 মণিরামপুর (যশোর)প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে চাঙ্গা হতে শুরু করেছে রাজনীতির মাঠ। আসছে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম করে তুলছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় লবিং-গ্রুপিং মাথায় নিয়েই আওয়ামীলীগ-বিএনপি দলের সম্ভাব্য প্রার্থীরাই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। উপজেলার ১৬টি ইউনিয়নের সম্ভাব্য শতাধিক প্রার্থীই এখন মাঠে।

দলীয় মনোনয়ন, দলের নেতাদের আর্শিবাদ নিতে যে যার মতো কৌশল নিয়েই মাঠে নেমেছেন। উপজেলার ছোট-বড় হাটবাজার, গ্রামঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থীরা দোয়া আর্শিবাদ চেয়ে ব্যানার, ফেস্টুন সেটেছেন।

তবে নির্বাচনী মাঠ গড়তে আওয়ামীলীগ চাঙ্গা হলেও ঢিমেতালে চলছে বিএনপি। একদিকে, দলীয় লবিং গ্রুপিং, অন্যদিকে দলের হাইকমান্ডে কি নির্দেশনা আসে সেই অপেক্ষার কারণেই তাদের ধীরে চলার মূল কারণ বলে দাবী করেছেন অনেকেই। এছাড়াও বিএনপির প্রার্থীতা নিয়ে জোটের মধ্যেও রয়েছে নানামুখী সমস্যা। একারণেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে থাকলেও দৌড়ঝাপের পরিবর্তে ধীরেচলো নীতিতে চলছে তারা।

তবে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠ দখল এবং নিজেদের অবস্থান জানান দিতে কোন কোন ইউনিয়নে মোটর সাইকেল শোডাউনও দিচ্ছেন। আসছে রমজানের পর মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত নিয়েই সরগরম করে তুলেছেন নির্বাচনী মাঠ।

খোঁজ খবর নিয়ে জানাগেছে, উপজেলার ১৬টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামীলীগ ও বিএনপির শতাধিক নেতা মাঠে নেমেছেন। সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন-

১নং রোহিতা: আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান উপজেলা কৃষকলীগ নেতা আনসার আলী সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান, বিএনপির ইউপি সভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

২নং কাশিমনগর: আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান, বিএনপির ইউপি সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জিএম আহাদ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি ইদ্রিস আলী। ৩নং ভোজগাতী: উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কওছার আলী।

৪নং ঢাকুরিয়া: ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এরশাদ আলী সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি,এম মঞ্জুরুল হাসান সাজ্জাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী গাজী, সদস্য বাবলু সিংহ, যুবলীগের ইউনিয়ন সভাপতি জয়ন্ত বসু ও সাবেক যুবলীগ নেতা অ্যাডভোকেট লাল্টু, বিএনপির স্থানীয় সভাপতি সাবেক চেয়ারম্যান জি,এম মিজানুর রহমান।

৫নং হরিদাসকাটি: আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটন, যুবলীগ সভাপতি দ্বীন বন্ধু ও সাংবাদিক রাহুল রায়। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক নিছার আলী, থানা ছাত্রদলের সাবেক নেতা নবীরুজ্জামান আজাদ।

৬নং মণিরামপুর: মণিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহ-সভাপতি এয়াকুব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন। বিএনপির উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান নিস্তার ফারুক।

৭নং খেদাপাড়া: আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম জিন্নাহ, আওয়ামীলীগ নেতা এরশাদ আলী সরদার, শফিয়ার রহমান। এছাড়া শফিয়ার রহমান সম্প্রতি সংগঠনকে জানান দিতে গত সপ্তাহে মোটর সাইকেল শোডাউন করে। এই ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রাথী হতে চেষ্টা করছেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শামসুজ্জামান শান্ত, থানা জাতীয়তাবাদী মৎস্য দলের আহবায়ক আলমগীর কবির।

৯নং ঝাঁপা: বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শামসুল হক মন্টু, আওয়ামীলীগ নেতা আবুল বাশার, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন ও স্থানীয় আওয়ামীলীগ নেতা রাজগঞ্জ প্রেসকাবের সভাপতি রবিউল ইসলাম, যুবলীগ নেতা শিপন সরদার। বিএনপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

১০নং মশ্বিমনগর: আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস রানা, আশরাফুল ইসলাম ও শামীম হোসেন, ইউনুস আলী। বিএনপির এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড আব্দুল গফুর।

১১নং চালুয়াহাটি: বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবুল ইসলাম, আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক হাসান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও যুবলীগ নেতা ইমরান খান পান্না। বিএনপির স্থানীয় নেতা সাবেক চেয়ারম্যান বজলুর রহমান ও রবিউল ইসলাম।

১২নং শ্যামকুড়: বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। বিএনপির স্থানীয় নেতা আবু দাঊদ, আনছার আলী ও হাফিজুর রহমান।

১৩নং খাঁনপুর: ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা খাঁন মিঠু এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিএনপির সাবেক চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এ্যাড. মুজিবুর রহমান।

১৪নং দূর্বাডাঙ্গা: বর্তমান চেয়ারম্যান গাজী মাযহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ও আওয়ামীলীগ নেতা ডাক্তার আতিয়ার রহমান। বিএনপির ইউনিয়ন সভাপতি আহম্মদ আলী মোল্যা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি হারুন অর রশিদ।

১৫নং কুলটিয়া: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সভাপতি প্রনয় চৌধুরী, ব্যাংকার আদিত্য রায়, আওয়ামীলীগ নেতা ও ঘের ব্যবসায়ী শংকর রায়। বিএনপির সভা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন