হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পার্কের মালিক গ্রেফতার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে পৌরশহরের আল আমিন পার্কের মালিক আবদুর রহমানের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ সন্ধ্যার পর পার্কের মালিক আবদুর রহমানকে (৫০) গ্রেফতার করে।

জানা যায়, পৌরশহরের তাহেরপুরে আল আমিন পার্কের পাশে এক দিনমজুর ভাড়াবাসাতে পরিবার নিয়ে বসবাস করে আসছে। অভিযোগ রয়েছে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে আবদুর রহমান ওই দিনমজুরের মেয়েকে ফুঁসলিয়ে পার্কের ভেতরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

ছাত্রীর বাবা জানান, বিষয়টি জানার পর প্রতিবাদ করলে আবদুর রহমান স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে পরিবারবর্গকে এলাকাছাড়া করাসহ জীবননাশের হুমকি দেয়। ফলে ওই সময় তারা আইনের আশ্রয় নিতে পারেননি।

সর্বশেষ আবদুর রহমান গত শুক্রবার আবার ওই ছাত্রীকে পার্কে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে তার মাসহ আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় পার্কের মালিক আবদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, মামলার পর আবদুর রহমানকে গ্রেফতার এবং ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন