হোম জাতীয় ভোলায় লঞ্চের ধাক্কায় নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার

জাতীয় ডেস্ক :

ভোলার দৌলতখানের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে ট্রলার ডুবির প্রায় ১৪ ঘণ্টা পর এরশাদ ও আকবর নামে নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে মমিন নামে এক জেলে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা এদের লাশ উদ্ধার করে।

ট্রলার মালিক আবদুর রহমান জানান, বুধবার রাতে ৯ জন জেলে নিয়ে মেঘনার কাজিরহাট এলাকায় মাছ ধরছিল তার ট্রলারটি। রাত ২টায় ঢাকা থেকে ছেড়ে আসা হাতিয়াগামী এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কা জেলে ট্রলারটি ভেঙে ডুবে যায়। ট্রলারের ৬ জেলে সাতরে তীরে উঠতে পারলেও মমিন, এরশাদ ও আকবর নামের ৩ জন নিখোঁজ থাকে।

কোস্টগার্ড ও দমকল বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিকেলে এরশাদ, আকবরের লাশ ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। নিহত ও নিখোঁজের বাড়ি উপজেলার চরপাতা গ্রামে।

দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন