নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশোর):
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেশবপুর উপজেলার কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। প্রতিবাদ ও সমাবেশে স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মীরাও অংশ নেন।
s