বাণিজ্য ডেস্ক:
ভারতের ঘোষণাতেই অস্থিতিশীল হয় দেশের পেঁয়াজের বাজার। গত ১৯ আগস্ট ভারত রফতানিতে শুল্ক আরোপের খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুই স্থানে আলাদা অভিযানে জাতীয় ভোক্তা ও জেলা প্রশাসন ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
ভারত অভ্যন্তরীণ বাজার সামলে গত ১৯ আগস্ট পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের খবরে অস্থির দেশের বাজার। ওই দিনই চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ে লাগামহীনভাবে। এমন বাস্তবতায় বাজার তদারকিতে ভোগ্যপণ্যের বড় পাইকারি চট্টগ্রামের খাতুনগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে অভিযানে বিসমিল্লাহ ও আলীম ট্রেডার্সসহ বেশ কয়েকটি আড়তদারকে সতর্ক করা হয়। ৩ হাজার টাকা জরিমানা করা হয় একটি আড়তকে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ‘আমরা তাদেরকে সতর্ক করার জন্য আসছি। তাদের বলে যাচ্ছি যেন বাড়ানো না হয় দাম। আমরা তদারকি অব্যাহত রাখবো।’
ব্যবসায়ীরা বলছেন, রফতানি শুল্ক আরোপে খবরের পর ৬০ থেকে ৬২ টাকা বিক্রি হলেও এখন কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। খাতুনগঞ্জে ব্যবসায়ী জাবেদ জানান, প্রথমে একটু বাড়লেও এখন আবার কমে গেছে। সামনে আরও কমে যাবে।
এদিকে বিকেলে নগরীর রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। মূল্য তালিকা না থাকা ও বেশি দামে বিক্রি করা ৪ দোকানকে ২২ হাজার টাকা জরিমানার করা হয়।
জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘ভারতে শুল্ক আরোপের খবরে এখানে খুচরাতেও দাম বাড়িয়েছে। মূল্য তালিকা না টাঙানোসহ নানা অভিযোগ আমরা পেয়েছি। অনেকে আবার বেশি দামে বিক্রি করছে। তাই জরিমানাও করেছি।’
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ২৫ লাখ মেট্রিক টন। তবে আমদানি করতে হয় মাত্র ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন। আর এ আমদানি পেঁয়াজই অস্থিতিশীল করে বাজার।