আন্তর্জাতিক ডেস্ক :
এক বছরে ২৬ লাখ রুপি বেড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পদের পরিমাণ এখন ২ কোটি ২৩ লাখ রুপি, যার বেশিরভাগই ব্যাংক আমানত। যদিও স্থাবর কোনো সম্পত্তি নেই তার।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ওয়েবসাইটে দেয়া তথ্যে দেখা যায়, বন্ড, শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ নেই নরেন্দ্র মোদির। কিন্তু তার চারটি সোনার আংটি রয়েছে, যার দাম ১ লাখ ৭৩ হাজার রুপি।
ভারতীয় প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পদ এক বছর আগের তুলনায় বেড়েছে ২৬ লাখ ১৩ হাজার রুপি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মোদির মোট সম্পদ ছিল ২ কোটি ২৩ লাখ ৮২ হাজার ৫০৪ রুপি। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন একটি জমি কিনেছিলেন। জমিটি যৌথভাবে অন্য তিনজনের মালিকানাধীন ছিল এবং এতে সবার সমান অংশ ছিল।
সবশেষ তথ্য অনুসারে, রিয়েল এস্টেট সার্ভে নম্বর ৪০১/এ-তে অন্য তিনজনের সঙ্গে মোদির যৌথ অংশীদারিত্ব ছিল ওই জমিতে। অর্থাৎ তাদের প্রত্যেকের ২৫ শতাংশ শেয়ার ছিল। তবে জমির নিজের মালিকানায় থাকায় অংশ দান করে দিয়েছেন মোদি। ফলে এখন আর স্থাবর কোনো সম্পত্তি নেই তার।
এছাড়া গেল ৩১ মার্চ পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে থাকা মোট নগদ অর্থের পরিমাণ ছিল ৩৫ হাজার ২৫০ রুপি এবং পোস্ট অফিসে সঞ্চয়পত্র ছিল ৯ লাখ ৫ হাজার ১০৫ রুপির। জীবন বীমা পলিসি আছে ১ লাখ ৮৯ হাজার ৩০৫ রুপির।
অন্যদিকে নিজের সম্পদ ঘোষণা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তার স্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৫৪ লাখ রুপির। আর অস্থাবর সম্পত্তি আছে ২ কোটি ৯৭ লাখ রুপির, যা নরেন্দ্র মোদির তুলনায় প্রায় ২৪ লাখ রুপি বেশি।
মোদির মন্ত্রিসভার ২৯ জন সদস্যের মধ্যে ধর্মেন্দ্র প্রধান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আর কে সিং, হরদীপ সিং পুরী, পুরুষোত্তম রুপালা এবং জি রেড্ডি নিজেদের ও তাদের ওপর নির্ভরশীলদের সম্পদ ঘোষণা করেছেন।
ভারতের বিভিন্ন রাজ্যে বিরোধীপক্ষের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যখন সক্রিয় হয়ে উঠছে, ঠিক তখনই প্রকাশ করা হলো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ তার সরকারের কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পত্তির খতিয়ান। আর এতে দেখা যায়, মোদির চেয়ে সম্পত্তি বেশি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।