আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘদিন পর ভারতীয় পর্যটকদের আবারও ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহাকারী হাইকমিশন থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিছিল। এরপর অনির্দিষ্টকাল বন্ধ ছিল ভিসা কার্যক্রম। দেশে ফিরিয়ে আনা হয়েছিল হাইকমিশনের কর্মীদের।
ডয়চে ভেল জানিয়েছে, দীর্ঘ দুই মাস পর ভিসা কার্যক্রম আবারও শুরু করল আগরতলার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। কয়কটি সূত্র ডয়চে ভেলেকে বলেছে, থেকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে আগরতলার হাই কমিশন খোলার পর বহু মানুষ ভিসার আবেদন করতে শুরু করেছেন।
আগরতলার সহকারী হাই কমিশন থেকে বাংলাদেশে ভিসার আবেদন করেন গোটা উত্তর-পূর্ব ভারতের মানুষ। প্রতিদিন পাঁচ শতাধিক ভিসার আবেদন হয় এখান থেকে।
বিশ্বজিৎ নামের একজন ভারতীয় পর্যটক ডয়চে ভেলেকে বলেন, ‘দীর্ঘদিন পর আত্মীয়–স্বজনের সঙ্গে দেখা করতে পারব। ভালো লাগছে।’
আরেক আবেদনকারী সুনন্দা দেবনাথ বলেন, ‘গত কয়েক মাস ধরে ভিসা পরিষেবা বন্ধ ছিল। এ জন্য বাংলাদেশে থাকা আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারিনি। ভিসা পরিষেবা চালু হওয়ায় দীর্ঘদিন পর সবাইকে আবার সামনাসামনি দেখতে পাব।’
বাংলাদেশের সহকারী হাই কমিশনের পক্ষ থেকে নবীন রায় বলেন, ‘ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়ার খবরটি সকলের কাছে না থাকায়, প্রথম দিন ১০০টি আবেদন জমা পড়েছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকে সংখ্যাটি ২০০ ছাড়িয়ে গেছে।’
নবীন রায় আরও বলেন, ‘ভিসা পরিষেবা বন্ধ হওয়ার আগে প্রতিদিন অন্তত ৩০০ আবেদন জমা পড়ত। আগামী দিনে সংখ্যাটি আরও বাড়বে।’
গত বছর ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে অভ্যন্তরীণ পর্যটন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভারতের পর্যটন মানচিত্রে বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় ২৩ শতাংশ। চিকিৎসা এবং ব্যবসার জন্য বিপুল পরিমাণ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন। ভারত এখনও পর্যন্ত ভিসা দেওয়া শুরু করেনি।