হোম খেলাধুলা ভারতকে নাকানি-চুবানি খাইয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

খেলাধূলা ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয়েছে ভারত। রোহিত-কোহলিদের দুই ইনিংসেই নাকানি-চুবানি খাইয়ে ২০৯ রানের বড় জয় তুলে প্রথমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের ফাইনালে ৪৪৪ রান তাড়ায় নেমে রোববার (১১ জুন) শেষদিনের প্রথম সেশনেই ২৩৪ রানে গুটিয়ে গেছে ভারত।

স্কট বোল্যান্ড, নাথান লায়নদের বোলিং তোপে লড়াইটাও ঠিকঠাক করতে পারেননি রোহিত-কোহলিরা। দুই ইনিংস মিলিয়ে বোল্যান্ড ও লায়নের শিকার ৫ উইকেট। ৪টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। বাকি ২ উইকেট পকেটে পুরেছেন ক্যামেরন গ্রিন।

প্রথম ইনিংসে অজিদের করা ৪৬৯ রানের জবাবে ২৯৬ রানে অলআউট হয়ে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল রোহিতের দল। প্যাট কামিন্সের দল ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে টার্গেটটা গিয়ে দাঁড়ায় ৪৪৪ রানে। টেস্টের ইতিহাসে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও। সেই অসম্ভবকে সম্ভব করতে পারেনি ভারতও।

চতুর্থ দিন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের ব্যাটে কিছুটা আশার সঞ্চার হলেও শেষ দিনের প্রথম সেশনটাও লড়াই চালাতে পারেনি ভারত। আগের দিন চা বিরতির আগে রান তাড়ায় নেমে ২১ ওভারের মধ্যেই রোহিত শর্মা, শুভমান গিল ও চেতশ্বর পূজারের উইকেট হারিয়েছিল তারা। এরপর প্রতিরোধ গড়ে কোহলি ও রাহানে লড়াইয়ে ফিরিয়েছিল দলকে। তাদের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে ১৬৪ রানে দিন শেষ করেছিল দল।

সমর্থকরা আশায় ছিল পঞ্চম দিনে অকল্পনীয় কিছু করে টেস্ট ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করবেন কোহলি-রাহানেরা। কিন্তু শেষ দিন শুরুর সপ্তম ওভারে আক্রমণে এসে বোল্যান্ড সবকিছু তছনছ করে দেন। এক বলের ব্যবধানে সাজঘরে ফেরান কোহলি ও রবীন্দ্র জাদেজাকে। এরপর ক্রিজে স্থায়ী হতে পারেননি রাহানও। শ্রীকর ভারত কিছুক্ষণ লড়াই চালালেও তাকে স্থায়ী হতে দেননি লায়ন। তাতে ২৩৪ রানের থামে ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন কোহলি। রাহানে ৪৬ আর রোহিতের ব্যাট থেকে আসে ৪৩ রান।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শিরোপা দখলে নিতে ব্যর্থ হয়েছে ভারত। এর আগে ২০১৯-২১ চক্রে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন