নড়াইল অফিস :
গত ৬ এপ্রিল নড়াইলে টাকা ছিনিয়ে নেয়া ভাংড়ী ব্যবসায়ী মুজিবরকে গুলি করে ও কুপিয়ে পঙ্গু করে দেয়ায় জড়িত একজন আসামীকে গ্রেফতার । পুলিশের অভিযানে মঙ্গলবার ভোরে ব্যবহৃত চাকুসহ গেফতারকৃত নাইমুল ইসলাম ওরফে দূর্জয় ওরফে ডিজে নাইমকে গ্রেফতার হয়। এদিন দুপুরে (১৩ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাযতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, আন্তজেলা ছিনতাই চক্রের সদস্য নাইমুর অত্যন্ত দুর্ধর্ষ । মোবাইল ফোন ট্রাকিং করে অবস্থান নিশ্চিত হয়ে সদর থানা পুলিশের একটি বিশেষ দল খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে আটক করে নড়াইলে নিয়ে আসে। প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ব্যবসায়ী মুজিবরকে চাকু দিয়ে আঘাত করার কথা স্বীকার করে। তার দেয়া তথ্য মতে পরে নড়াইল পৌর এলাকার ধোপাখোলা ঘটনাস্থল সংলগ্ন সড়কের পাশ থেকে ব্যবহৃত চাকৃু উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে আসামীকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। মুজিবরকে কুপানো ও গুলিতে জড়িত ৬জনের মধ্যে তিনজন পুলিশের হাতে ধরা পড়লো। এর আগে তরিকুল ও কাজেম ওরফে কাদের মোল্যা নামে গ্রেফতারকৃত দুই জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে। এ দিকে ভূক্তভোগী মুজিবরের গুলিবিদ্ধ ডান পায়ের সংক্রম রোধ সম্ভব না হওয়ায় কেটে ফেলে দেয়ায় হতভাগ্য মজিবর চিরতরে পঙ্গু হয়ে গেছে।