জাতীয় ডেস্ক:
বিশ্ব ইজতেমা আয়োজনে জঙ্গি বা কোনও উগ্রবাদী সংগঠনের হুমকি নেই। ইজতেমা ময়দানে মুসল্লিদের যাতে কোনও সমস্যা না হয় এবং ময়দান কেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি হতে না পারে সেজন্য সকল গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি (যোবায়ের অনুসারী), ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সঙ্গে আলাপ ও ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।
শুক্রবার (২ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম ধাপে অংশ নিচ্ছেন মাওলানা যোবায়েরপন্থিরা ও দ্বিতীয় ধাপে অংশ নেবেন ভারতের মাওলানা সা’দপন্থিরা।
র্যাব অধিনায়ক বলেন, নিরাপত্তা একটি সমন্বিত উদ্যোগ। এখানে যারা আছি প্রত্যেককেই এই উদ্যোগে অংশগ্রহণ করার প্রয়োজন রয়েছে। র্যাব শুধু নিরাপত্তাই নয়, ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাও দেবে। পুরো ইজতেমা ময়দানে প্রবেশের ১৮টি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও বিদেশি মেহমানদের কামড়ার গেটেও রয়েছে সিসি ক্যামেরা। রাত-দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণ কক্ষ ও দুটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ।
মোস্তাক আহমেদ আরও জানান, তুরাগ নদীতে টহলের জন্য র্যাবের স্পিডবোট থাকছে। ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথেও টহলে র্যাবের হেলিকপ্টার থাকছে। তাছাড়া মঙ্গলবার থেকে র্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
ময়দান পরিদর্শনে উপস্থিত ছিলেন, র্যাব-১ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা ও প্রথম ধাপের ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান উপস্থিত ছিলেন।