হোম জাতীয় বিবিএস জরিপ: ঝুঁকিপূর্ণ ৫ খাতে শ্রম দিচ্ছে ৩৮ হাজার শিশু

বিবিএস জরিপ: ঝুঁকিপূর্ণ ৫ খাতে শ্রম দিচ্ছে ৩৮ হাজার শিশু

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

জাতীয় ডেস্ক:

বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়সি ৩৫ লাখ শ্রমজীবী শিশু রয়েছে। যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে কাজ করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ঝুঁকিপূর্ণ পাঁচটি খাতে ৩৮ হাজার শিশু কাজ করছে, যার ৯৭ দশমিক ৫ শতাংশই ছেলে শিশু। সবচেয়ে বেশি কাজ করে অটোমোবাইল ওয়ার্কশপে। কম কাজ করে শুঁটকি মাছ উৎপাদনে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ‘খাতভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত শিশুশ্রম জরিপ ২০২৩’ প্রকাশ করেছে বিবিএস। সেখানে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএস বলছে, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ৪৩টি সেক্টরকে ঝুঁকিপূর্ণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিবিএস এই তালিকা থেকে ‘খাতভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত শিশুশ্রম জরিপ-২০২৩’ পরিচালনার জন্য ঝুঁকিপূর্ণ পাঁচটি খাত নির্বাচন করেছে।

বিবিএস নির্বাচিত খাতগুলো হলো- ১) মাছ, কাঁকড়া, শামুক/ঝিনুক সংক্ষরণ ও প্রক্রিয়াজাতকরণ (শুটকি মাছ উৎপাদন), ২) পাদুকা উৎপাদন (চামড়ার তৈরি পাদুকা শিল্প), ৩) লোহা ও ইস্পাত ঢালাই (ওয়েন্ডিং কাজ বা গ্যাস বার্নার মেকানিকের কাজ), ৪) মোটর যানবাহনের রক্ষণাবেক্ষণ ও মেরামত (অটোমোবাইল ওয়ার্কশপ) এবং ৫) ব্যক্তিগত এবং গৃহস্থালি সামগ্রীর মেরামত (অনানুষ্ঠানিক এবং স্থানীয় টেইলারিং এবং পোশাক সেক্টর)।

জরিপের ফলাফল অনুসারে, ৪০ হাজার ৫২৫টি প্রতিষ্ঠান এবং ৩৮ হাজার ৮ জন ৫-১৭ বছর বয়সি শিশু উপরোক্ত খাতগুলোতে কর্মরত। ঝুঁকিপূর্ণ খাতে কাজে নিয়োজিত শিশুদের মধ্যে ৯৭ দশমিক ৫ শতাংশ ছেলে এবং ২ দশমিক ৫ শতাংশ মেয়ে শিশু। এই পাঁচটি সেক্টরে শ্রমজীবী মোট শিশুর সংখ্যা হলো: যথাক্রমে শুটকি মাছ উৎপাদনে ৮৯৮, চামড়ার তৈরি পাদুকা তৈরিতে ৫ হাজার ২৮১টি, ওয়েল্ডিং বা গ্যাস বার্নার ম্যাকানিকের কাজে ৪ হাজার ৯৯, অটোমোবাইল ওয়ার্কশপে ২৪ হাজার ৯২৩ এবং অনানুষ্ঠানিক এবং স্থানীয় টেইলারিং বা পোশাক খাতে ২ হাজার ৮০৫ জন।

এই পাঁচটি সেক্টরে গড়ে শিশুরা প্রতিদিন ৯ দশমিক ৪ ঘণ্টা কাজ করে। শিশুরা যেসব প্রতিষ্ঠানে কাজ করছে, সেসব প্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান নিরাপত্তা ব্যবস্থা বা সুরক্ষা পদ্ধতি মেনে চলে না।

এছাড়াও জরিপে দেখা যায়, ৫১ দশমিক ৪ শতাংশ প্রতিষ্ঠান শ্রমজীবী শিশুদেরকে মাসিক ৫ হাজার টাকা বা তার কম বেতন দেয়, ২৮ দশমিক ৭ শতাংশ প্রতিষ্ঠান ১০ হাজার টাকা বা তার কম মজুরি দেয় এবং মাত্র ১ দশমিক ৪ শতাংশ প্রতিষ্ঠান উচ্চ বেতন বা মজুরি দিয়ে থাকে।

এদিন জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ প্রকাশ করেছে বিবিএস। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়সি ৩৫ লাখ শ্রমজীবী শিশু রয়েছে। এর মধ্যে শিশুশ্রমে নিয়োজিত রয়েছে প্রায় ১৮ লাখ শিশু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন