হোম জাতীয় বিদেশিরা পুরো টাকাই পাঠাতে পারবে নিজ দেশে

 

জাতীয় ডেস্ক :

বাংলাদেশে চাকরি কিংবা অন্য প্রয়োজনের খাতিরে অনেক বিদেশি অবস্থান করে। বিদেশিদের উপার্জনকৃত টাকা যাতে আরও সহজে নিজ দেশে পাঠানো যায় সে ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, বিদেশিরা আগে আয়ের ৭৫ শতাংশ অর্থ প্রতি মাসে নিজ দেশে নিতে পারতেন। আর বাকি অর্থ চাকরি শেষে একেবারে চলে যাওয়ার সময় নিতে পারতেন। এখন তারা মাসিক আয়ের ৮০ শতাংশ নিতে পারবেন। পাশাপাশি কর পরিশোধের পর বাকি অর্থ নেওয়া যাবে।

অবশ্য নিজদেশে অর্থ পাঠাতে বেশকিছু নিয়মনীতির মধ্য দিয়ে যেতে হবে বিদেশিদের। এক্ষেত্রে ‘নিট ইনকাম ফ্রম দ্য এমপ্লয়ার্স’ নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে বিদেশিদের। এই অ্যাকাউন্টের মাধ্যমে একজন বিদেশি যে দেশে তার স্বজনরা অবস্থান করছে কেবলমাত্র সেই দেশেই অর্থ পাঠাতে পারবে বলে জানিয়েছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের বিভিন্নখাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। এক্ষেত্রে অনেক বিদেশি নাগরিক এসকল খাতে কাজ করছেন। তারা যাতে নির্বিঘ্নে নিজ দেশে টাকা পাঠাতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন