হোম আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির প্রাথমিক ধাপের জন্য প্রস্তুত ভারত ও যুক্তরাষ্ট্র

বাণিজ্য চুক্তির প্রাথমিক ধাপের জন্য প্রস্তুত ভারত ও যুক্তরাষ্ট্র

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রথম ধাপের আলোচনার খসড়া চূড়ান্ত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) এই তথ্য দিয়েছেন এক ভারতীয় বাণিজ্য কর্মকর্তা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার বিষয়ে অন্যান্য দেশের চেয়ে আমরা অনেকটাই এগিয়ে আছি। আগামী ৯০ দিনে অনেক কিছুই হতে পারে। এমনকি, দুদেশের জন্যই লাভজনক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গত বুধবার নতুন মার্কিন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। এই স্থগিতাদেশ অবশ্য চীন বাদে অন্য বাণিজ্য অংশীদারদের ওপর কার্যকর হয়েছে। ফলে অন্যান্য দেশের মতো একটু দম ছাড়ার সময় পাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল, বছর শেষে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করা হবে। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ওই ভারতীয় কর্মকর্তা বলেছেন, দুই দেশের কর্মকর্তারা নিয়মিত ও ভার্চুয়াল মাধ্যমে আলোচনা চালিয়ে যাবেন। আলোচনার সুবাদের বিভিন্ন সময় দুদেশের প্রতিনিধিদের রাষ্ট্রীয় সফরও আয়োজিত হতে পারে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শিগগিরই ভারত সফরে আসতে পারেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হলো ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২৯ বিলিয়ন ডলার, যার মধ্যে ভারতের অনুকূলে বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

অথচ চলতি মাসে ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে দিল্লি জানায়, পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধ নেওয়ার চিন্তা করছে না সরকার।

বিশ্লেষকদের ধারণা, চীনের ওপর উচ্চ শুল্কের কিছু ফায়দা নিতে পারে ভারত। শুল্কের চাপ কমাতে অনেক ব্যবসায়ী ভারত হয়ে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ খুঁজতে পারে।

তবে এসব অনুমান উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেছেন, ভারত এ ধরনের কোনও কাজ করবে না। বিশ্বস্ত বাণিজ্য অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আমরা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বার্তাই সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন