অনলাইন ডেস্ক:
বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান এক্সসাইজ ডিউটি বাড়ানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে সব ধরনের বিমান টিকিটের দাম বাড়ছে।
সম্প্রতি এনবিআর সূত্র জানিয়েছে, স্থানীয়ভাবে বর্তমানে প্রতিটি বিমান টিকিটের ক্ষেত্রে এক্সসাইজ ডিউটি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ, অর্থাৎ ১০০০ টাকা করা হচ্ছে; আর অন্যান্য দেশে আন্তর্জাতিক ফ্লাইটে ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০০ টাকা করা হচ্ছে এই শুল্ক।
এ বিষয়ে আগামী রোববার নাগাদ এনবিআর আদেশ জারি করতে পারে। এটি বাস্তবায়ন হলে বিমান যাত্রীদের ব্যয় আরেক দফা বেড়ে যাবে।
এনবিআর সূত্র বলছে, এর বিপরীতে অন্তত বাড়তি ৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে।
এদিকে বিমান টিকিটের পাশাপাশি তামাক জাতীয় পণ্যের দাম ও সাপ্লিমেন্টারি ডিউটি- দুটোই বাড়ানো হচ্ছে। এর ফলে অর্থবছরের বাকি ৬ মাসে বাড়তি প্রায় ৪০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া ৪৩ ধরনের পণ্য ও সেবার হ্রাসকৃত ভ্যাট হার বাতিল করে স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ ১৫ শতাংশে নিয়ে যাওয়া হচ্ছে।
এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পালন করতে গিয়ে চলতি অর্থবছরে বাড়তি ১২০০০ কোটি টাকা আদায়ের জন্য এনবিআর এ পথে হাঁটছে সংস্থাটি।