মোহাম্মাদ আলী মোহন, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে উন্নয়ন সংস্থা জেজেএস, রূপান্তর ও ওয়াটার এইড এর বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও অন্যান্যদের সহযোগিতায় নানাবিধ কর্মকান্ডে সুবিধা বঞ্চিত পরিবারগুলোর স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত হচ্ছে। তথ্যানুসন্ধানে জানাগেছে, ২০২০ সালের জানুয়ারী মাস থেকে জেলার মোল্লাহাট, মোংলা, কচুয়া ও শরনখোলায় উক্ত প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মোল্লাহাট উপজেলায় কার্যক্রমের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি গঠন করে, ওরিয়েন্টেশন প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যাতে কমিটি এলাকার সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করতে পারে। ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যানদের সহায়তায় উপজেলা প্রশাসন, জেজেএস ও রূপান্তর এর উদ্যোগের ফলে সরকারের যেসকল দপ্তরগুলো উপজেলায় পুষ্টি নিয়ে কাজ করে তারা এখন সেবা গ্রহীতাদের পূর্বের চেয়ে অধিকতর সেবা প্রদান করছে।
করোনাকালীন সময়ে উক্ত প্রকল্পের পক্ষ থেকে উন্নয়ন সংস্থা জেজেএস উপজেলার ১৪০০ সুবিধা বঞ্চিত পরিবারকে ৪৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে, যাতে তারা আর্থিক সহায়তা দিয়ে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে।
এলাকার জনগনকে কোভিড-১৯ বিষয়ে সচেতন করতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির নির্দেশনায় সকল ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মাইকিং, পোষ্টার, লিফলেট, সোপী ওয়াটার প্রস্তুত প্রনালী, মাস্ক, সাবান, ডিটারজেন্ট, ট্যাপসহ বালতি বিতরণ করেছে। অন্যদিকে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্য কর্মী, ম্যনেজমেন্ট কমিটি ও অন্যান্য সদস্যদের পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি, মৎস্য, প্রানিসম্পদ, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সমাজসেবা ডিপার্টমেন্ট এর মাঠ পর্যায়ের কর্মরতদের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে বেসিক ও অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উপজেলার ২১ জন গ্রাম্য ডাক্তারকে পেশাগত দায়িত্ব পালনে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য পুষ্টি বিষয়ে বেসিক প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ করা হয়েছে। ফলে তারা আরো সুচারুরূপে তাদের দায়িত্ব পালনে ও সেবা প্রদানে সক্ষম হবে এবং এর মধ্য দিয়ে এলাকার সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন ঘটবে। ক্রেইন প্রকল্পের অপর উন্নয়ন সহযোগি রূপান্তর উপজেলার কিশোর-কিশোরীদের নেতৃত্ব বিকাশে ও পুষ্টি বিষয়ে সচেতন করতে কমিটি গঠন, প্রশিক্ষন প্রদান, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ওয়াটসন কমিটির ওরিয়েন্টেশন প্রদান করেছে।
এছাড়া কোদালিয়া ইউনিয়নের কে,এন,এ,এস,এ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে মানসম্পন্ন ওয়াশবøক স্থাপন করে ছাত্র/ছাত্রিদের সুপেয় পাণি ও স্বাস্থ্য সম্মত সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করেছে । এধরণের ওয়াশবøক আরো শিক্ষা প্রতিষ্ঠানে করার পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছে।
এ সকল কার্যক্রমের ফলে উপজেলা প্রশাসনের স্বাস্থ্য, প্রাণি সম্পদ, কৃষি, মৎস্য ও অন্যান্য দপ্তরগুলো, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এর মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি পেয়েছে। এভাবে সকলের কার্যকরী প্রচেষ্টা অব্যাহত থাকলে মোল্লাহাট উপজেলায় মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে এক আশাতীত সাফল্য আসবে বলে সমাজের সচেতন মহল মনে করেন। সরকারের পাশাপাশি অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো সমন্বিত প্রকল্পের মাধ্যমে একযোগে কাজ করলে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত হবে। আর অচিরেই আমাদের দেশ একটি উন্নতদেশে রূপান্তারিত হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে।