মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে আজ মঙ্গলবার (২৪আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থ ২৩০টি পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য, শেখ হেলাল উদ্দীন এবং বাগেরহাট ০২ আসনের জাতীয় সংসদ সদস্য, শেখ সারহান নাসের তন্ময় এঁর পক্ষ থেকে ৭টি ইউনিয়নে দুস্থ, অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, এবং ভিজিএফ এর আওতায় অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
পাশাপাশি স্বাস্থ্য সেবা, মুমূর্ষ রোগীদের অক্সিজেন সরবরাহসহ নানা কর্মকান্ড ও চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা তথ্য আপা প্রকল্পের কার্যালয়ে বাছাইকৃত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গুড়োদুধ, আটা, সাবু, সুজি ও নুডুলস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, তথ্য আপা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী যুুথিকা বিশ্বাস প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার খাদ্য সামগ্রী বিতরণ কালে সকলকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।